আপনি চাইলে পরিচিত ছাড়া আর কেউ কখনো কল দিতে পারবে না। এ ছাড়া আপনার পরিবারের মোবাইলে ও অচেনা নাম্বার থেকে কল দিতে পারবে না এবং বিরক্ত ও করতে পারবে না। শুধু আপনার সেভ করা নাম্বার থেকে কল আসবে অন্য নাম্বার থেকে কল আসবে না। তো চলুন শুরু করা যাক–
প্রথমে আপনি নিচে থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিবেন।
এপটি ওপেন করেন। Permission to call you তে সবগুলো সিলেক্ট করুন। আপনি চাইলে শুধু my contacts সিলেক্ট করতে পারেন।
তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি নাম্বার সেভ করে দিয়েছি। এখন নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারস কল দিতে পারবেন মনে রাখবেন এখানে যত গুলো নাম্বার add থাকবে শুধু সেই নাম্বারের কল গুলো আসবে অচেনা নাম্বার থেকে কল আসবে না।
এবার কল ব্লক সার্ভিস অন করে দিন। ব্যাস। আর আপরিচিত কোন নাম্বার থেকে কল আসবে না।