Friday , September 30 2022
Home / Internet / আকাশে এখন কয়টা প্লেন উড়ছে? জানুন এক ক্লিকে

আকাশে এখন কয়টা প্লেন উড়ছে? জানুন এক ক্লিকে

ইন্টারনেটে আপনি কীভাবে বেশি সময় কাটান? ফেসবুকিং না কি ইউটিউবে ভিডিও দেখে? উত্তর যা-ই হোক, আপনার জেনে রাখা ভালো সামাজিক যোগাযোগমাধ্যম আর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাইরেও ইন্টারনেটে আছে একটি মজার দুনিয়া, যা জানলে আপনি অবাক হতে বাধ্য।

এই যেমন, আপনি এখন যেখানে অবস্থান করছেন, সেখানে কয়টি প্লেন উড়ছে আপনার মাথার ওপর; সেটা যদি এক ক্লিক করেই জানতে পারেন, তাহলে কেমন হবে? সেই প্লেন কতটা ওপর দিয়ে উড়ে যাচ্ছে বা দূরত্ব কত, কোথায় যাচ্ছে, তাও যদি জানা যায় সেই ক্লিকে? শুধু আপনি যেখানে আছেন সেখানকার কেন, সারা দুনিয়ায় এখন কোথায় কোন প্লেন উঠছে না নামছে, তাও যদি জানতে পারেন এক ক্লিকে, তাহলে কেমন হবে?

এর বাইরে, আপনি আগামীকাল যে প্লেনে উঠবেন, সেটা এখন কোথায় আর কী অবস্থানে আছে, সেটার বিস্তারিত তথ্যও যদি মোবাইল ফোনে ক্লিক করে জানা যায়, তাহলে কি ব্যাপারটা আরও ভালো হবে না?

হ্যাঁ, এসব প্লেন-সংক্রান্ত সব তথ্য জানার জন্য আছে জনপ্রিয় একটি ওয়েবসাইট। সাইটটির নাম ফ্লাইটট্রাডার২৪.কম। চাইলে আপনিও ক্লিক করে ঘুরে আসুন বিশ্বের সব প্লেনের দুনিয়ায়।ক্লিক করুন এখানে www.flightradar24.com

Check Also

মশার মতো ড্রোন

নানা রকম ড্রোন তো দেখতেই পাওয়া যায়। সেসব ড্রোনের উড়ার জন্য দরকার বিশাল আকাশের। মশার …