Tuesday , June 28 2022
Home / News / খালি চোখে ঘুরে আসুন গ্রহ-নক্ষত্রের দুনিয়ায়

খালি চোখে ঘুরে আসুন গ্রহ-নক্ষত্রের দুনিয়ায়

ইন্টারনেটে আপনি কীভাবে বেশি সময় কাটান? ফেসবুকিং না কি ইউটিউবে ভিডিও দেখে? উত্তর যা-ই হোক, আপনার জেনে রাখা ভালো সামাজিক যোগাযোগমাধ্যম আর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাইরেও ইন্টারনেটে আছে একটি মজার দুনিয়া, যা জানলে আপনি অবাক হতে বাধ্য।

এই যেমন, আপনি বিজ্ঞান বইয়ের পাতায় পাতায় যেসব গ্রহ-নক্ষত্রের নাম মুখস্থ করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন, সেসব গ্রহ-নক্ষত্রকে আপনি চোখের সামনে জীবন্ত দেখতে পাবেন। কীভাবে সেটা সম্ভব? হ্যাঁ, সম্ভব সেটাও। তাও আবার খালি চোখে। আপনাকে শুধু ক্লিক করে ঘুরে আসতে হবে একটি ওয়েবসাইটে। সেখানেই জানা যাবে গ্রহ-নক্ষত্র-জগতের বিস্তারিত। শুধু কি তাই, দেখা মিলবে গ্রহ-নক্ষত্রের নাম আর দূরত্বের হিসাব-নিকাশসহ অনেক কিছু।

তবে ক্লিক করলেই হবে না, আপনাকে এটাও মনে রাখতে আপনার গ্রাফিকস কার্ডটা যত উন্নত মানের হবে, ততটা বাস্তব দেখতে পাবেন গ্রহ-নক্ষত্রের দুনিয়া। তাহলে আর দেরি কেন? ঘুরে আসুন : http://stars.chromeexperiments.com-এ।

soutce : ntvbd

Check Also

মশার মতো ড্রোন

নানা রকম ড্রোন তো দেখতেই পাওয়া যায়। সেসব ড্রোনের উড়ার জন্য দরকার বিশাল আকাশের। মশার …