গ্রাহকদের জন্য বাজারে ওয়ালটন প্রতিনিয়তই নিত্যনতুন মডেলের স্মার্টফোন তো নিয়ে আসেই, পাশাপাশি বিভিন্ন সময় নানান স্মার্টফোনে বিভিন্ন অফারও দিয়ে থাকে। যেমন সম্প্রতি ওয়ালটন Primo Nf5 Bd Price মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে।
একনজরে প্রিমো এনএফ৫
- ৬.৮২ ইঞ্চি বিগ ডিসপ্লে
- ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম
- ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি সাপোর্ট
- হেলিও এ২০ চিপসেট
- ট্রিপল ক্যামেরা সেটাপ
- ৪০০০ এমএএইচ ব্যাটারি
- আগের দাম: ৯৬৯৯ টাকা, নতুন দাম: ৮৬৯৯ টাকা