Wednesday , November 30 2022
Home / Mobile / ফোন পানিতে ভিজে গেলে কী করবেন?

ফোন পানিতে ভিজে গেলে কী করবেন?

স্মার্টফোন ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। সব সময়ই আমাদের সঙ্গেই থাকে। কিন্তু বৃষ্টিতে বা যেকোনোভাবে এটি ভিজে যেতে পারে।

ফোন পানিতে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন ৷ যত বেশি তরল পদার্থ থাকবে ফোনটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে ৷

বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে ৷ এতে ফোনে থাকা সমস্ত ডেটা নষ্ট হয়ে যায় ৷

ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন ৷ ফোনের ভেতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলো একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনো ক্ষতি হবে না। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন ৷

সিম কার্ডও বের করে রাখুন ৷ এরপর ফোনের ভেতর ভালো করে মুছে ফেলুন ৷ তারপর সিম কার্ড ইনসার্ট করুন ৷ ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন ৷

Check Also

Redmi A1 series comes with more features at a lower price

Redmi A1 series comes with more features at a lower price Redmi A1 series has …