Friday , February 28 2020
Home / News / বউকে কোলে তুলে চেয়ারে বসানোর খেলা (ভিডিও)

বউকে কোলে তুলে চেয়ারে বসানোর খেলা (ভিডিও)

ঘরোয়া অনুষ্ঠান হোক বা পাড়ার ক্লাবের অনুষ্ঠান। সকল বয়সীদের মধ্যেই মিউজিক্যাল চেয়ার খেলা’টি বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই খেলার একটি ভিডিও।

তবে এই খেলা’টি প্রচলিত মিউজিক্যাল চেয়ারের থেকে অনেকটাই আলাদা। আর এই খেলায় অংশগ্রহণকারীরা সকলেই যুগল।

ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত সোমবার শেয়ার করেছেন হিতেশ ভাধর নামের এক ব্যক্তি, যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৯ লাখ ফেসবুক ইউজার। আর সেই ভিডিও দেখে নেটিজেনরা নিজেদের সঙ্গী বা সঙ্গিনীকে ট্যাগ করে এই চেয়ারের খেলায় আমন্ত্রণ জানাচ্ছেন ।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ফাঁকা মাঠে একাধিক চেয়ার জড়ো করা হয়েছে। সেই চেয়ারের উপর নিজের স্ত্রী’কে বসাচ্ছেন স্বামী। তার পর সেখান থেকে লাফ দিয়ে নেমে পড়ছেন স্ত্রী’।

চেয়ারের সারিতে আরও একটি চেয়ার জড়ো করে ফের স্ত্রী’কে কোলে তুলে চেয়ারে বসাচ্ছেন স্বামী। এভাবেই এগিয়ে চলছে খেলা। এই করতে করতে এক সময় জড়ো করা চেয়ারের উচ্চতা বেশি হয়ে যায়। তখন স্ত্রী’কে উঁচু চেয়ারে বসাতে গিয়ে মাটিতে ফেলে দেন স্বামী। আর তা দেখে হেসে লুটোপুটি অবস্থা নেটিজেনদের।

Check Also

ধনে পাতা খাওয়ার ১০ মারাত্মক ক্ষতি

বাঙালির সব খাবারেই ধনেপাতা নিত্যসঙ্গী। খাবারকে সুস্বাদু করে তুলতে এর ব্যবহার হয়ে থাকে। ধনেপাতা পাটায় …