আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বাংলালিংক সিমে প্রতি মাসে 1 জিবি ফ্রি নিবেন। এই অফারটি সকলের জন্য প্রযোজ্য না-ও হতে পারে। তবে চেক করতে কোন সমস্যা নাই। আশা করি আপনিও পেয়ে যাবেন। অবশ্যই এন্ড্রয়েড ইউজার হতে হবে অফারটি পেতে।
আরোও পড়ুন ⇒হারানো মোবাইল বন্ধ থাকলেও খুঁজে পাবেন যেভাবে
১ জিবি ফ্রি মেগাবাইট পাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করতে হবে *৫০০০*২২০# । এরপর কল দিলে আপনি যদি এই অফারের জন্য প্রযোজ্য হন তাহলে অফারটি নিতে পারবেন।
1gb ফ্রী ডাটার মধ্যে ৫১২ মেগাবাইট ট্রফির এমবি থাকবে। এই এমবি দিয়ে শুধু আপনি বাংলালিংকের ট্রফি অ্যাপ চালাতে পারবেন। বাকি 512 এমবি দিয়ে সবকিছু চালাতে পারবেন। অফারটি প্রতিমাসে একবার নিতে পারবেন। সর্বোচ্চ ১২ জিবি নিতে পারবেন। এরকম আরও সকল সিমের এখন চলমান কার্যকরী ফ্রি অফার জানতে ক্লিক : আইটি জানবো
আরোও পড়ুন ⇒ওয়ালটন নতুন রাউটার ১২০০এমবিপিএস | ডব্লিউআর১৫ (WR15)
আরোও পড়ুন ⇒স্বল্প দামে ভিভো ৫জি স্মার্টফোন | ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোন
আরোও পড়ুনঃ Shareit গতি বাড়িয়ে নিন | Shareit apps | shaireit lite | How to increase shareit transfer speed
আরোও পড়ুনঃ মোবাইলে পিডিএফ ডকুমেন্টে স্বাক্ষর যুক্ত করার উপায়