Wednesday , November 30 2022
Home / Windows / বিশাল পরিবর্তন নিয়ে বিনামূল্যে আসছে উইন্ডোজ ১১

বিশাল পরিবর্তন নিয়ে বিনামূল্যে আসছে উইন্ডোজ ১১

টেকজায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১১ এবার বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা ছাড়াও ইউজার ইন্টারফেস ও স্টার্ট মেনুতে বিশাল পরিবর্তন আনা হয়েছে। তবে এর জন্য উইন্ডোজ আপডেট অপশনটি চালু রাখতে হবে।

এছাড়াও আমাজন অ্যাপ স্টোরের মাধ্যমে উইন্ডোজে এখন অ্যান্ড্রয়েড অ্যাপেও ব্যবহার করা যাবে।

আর সিকিউরিটি ফিচারেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন এই ভার্সনে। লুক-এন্ড-ফিল এর ক্ষেত্রেও বেশ আকর্ষণীয় করা হয়েছে। বিভিন্ন আইকনগুলোতে চারকোনার পরিবর্তে কিছুটা গোলাকৃতির করা হয়েছে।

উল্লেখ্য, উইন্ডোজের অতীত ভার্সনগুলোর মধ্যে ‘উইন্ডোজ-৮’ ভার্সনের নানা রকম সমস্যার কারণে মাইক্রোসফটকে পড়তে হয়েছিল ব্যাপক সমালোচনা ও তোপের মুখে। পরবর্তীতে দ্রুততম সময়ে অভিষেক হয়েছিল উইন্ডোজ-১০ এর। ওই সময় উইন্ডোজ-৮ ব্যবহারকারীদের বিনা খরচে উইন্ডোজ-১০ আপডেট করে দেওয়া হয়েছিল।