যশ রাজ ‘বান্টি অউর বাবলি’র সিকুয়েল এই ছবির মাধ্যমে আনতে চলেছেন তাজা আর রোমান্টিক এক জুটি। ‘গাল্লি বয়’খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে দেখা যাবে নতুন ‘বান্টি’ আর নবাগতা শর্বরী বাগ নতুন ‘বাবলি’ রূপে রুপালি পর্দায় আসতে চলেছেন।
‘লাভ জু’ গানের জন্য সিদ্ধান্ত আর শর্বরীকে লম্বা প্রস্তুতি নিতে হয়েছে। রোমান্টিক এই গান প্রসঙ্গে শর্বরী বলেন, ‘“লাভ জু” আমার আর সিদ্ধান্তের ক্যারিয়ারের প্রথম রোমান্টিক গান। এই রোমান্টিক গানের শুটিংয়ের অভিজ্ঞতা অভূতপূর্ব। শুটিংয়ের শেষে আমরা (ক্রু সদস্যরা) একে অপরকে বাই বাই না বলে “লাভ জু” বলতাম।’

এই নবাগত নায়িকা আরও বলেছেন, ‘গানের জন্য আমি আর সিদ্ধান্ত বাছাটা আর সালসা নাচ শিখেছি। আমরা প্রথম এই ধরনের কঠিন নাচের স্টেপ করেছি। তাই আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। সিদ্ধান্ত আর আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দুজনকেই প্রচুর ধৈর্য রাখতে হয়েছে। তারপর ভালোভাবে আমরা সালসা রপ্ত করতে পেরেছি। আর আমরা দুজনে এত ভালো সালসা শিখেছি যে ঘুম থেকে উঠিয়ে কেউ সালসা করতে বললে আমরা তা করতে পারতাম। আসলে আমরা দিনরাত নাচের অনুশীলন করতাম। আমরা আমাদের সেরাটা উজাড় করে দিতে চেয়েছিলাম। বৈভব মার্চেন্টের মতো নামকরা কোরিওগ্রাফারের কাছে নাচ শেখা, সত্যি সৌভাগ্যের ব্যাপার। আর তাঁর আস্থা ছিল যে আমরা সালসার অত্যন্ত কঠিন স্টেপগুলো করতে পারব। আমাদের ওপর ম্যাডামের এই ভরসা সত্যি প্রমাণ করতে তাই আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে।’

২০০৫ সালে মুক্তি প্রাপ্ত সুপার ডুপার হিট ‘বান্টি অউর বাবলি’ ছবির মুখ্য দুই চরিত্র করেছিলেন অভিষেক বচ্চন আর রানী মুখার্জি। তবে ‘বান্টি অউর বাবলি টু’ ছবিতে ‘বাবলি’র ভূমিকায় রানী থাকলেও ‘বান্টি’র চরিত্রে অভিষেকের বদলে থাকছেন সাইফ আলী খান। বরুণ ভি শর্মা পরিচালিত সিকুয়েল ছবিটি ১৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।