গ্রুপ চ্যাটগুলি থেকে ‘অ্যাডমিন’কে সরাতে পারবেন অন্য ইউজাররা! এমনটাই সুবিধা চালু করল হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপটির নতুন এই ফিচারের নাম ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’। এই ফিচার গ্রুপের অ্যাডমিনদের অন্য গ্রুপ অ্যাডিমনদেরকে সরিয়ে নিজ হাতে গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ দেয়।কেউ এমনটা করলে, যার সঙ্গে করা হবে তিনি অ্যাডমিন হিসেবে পাওয়া সব সুবিধা হারাবেন।
হোয়াটসঅ্যাপ-এর অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে এই ফিচার পাওয়া যাচ্ছে। আইওএস-এর জন্য সুবিধাটি আনার প্রন্তুতি চলছে। তবে অপ্রচলিত এই ফিচার সহজেই অন্যকে বিরক্ত করতেও ব্যবহৃত হতে পারে। তাই এটি আনা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
২০১৭ সালের ডিসেম্বরে ট্যাপ-টু-আনব্লক নামের একটি ফিচার আনা হবে বলে জানিয়েছে হোয়াটস অ্যাপ। এই ফিচারের মাধ্যমে ব্লক করা রয়েছে এমন কন্টাক্টস-এর ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে সেখানে আনব্লক করার অপশন দেখানো হবে। ফলে সহজে কন্টাক্টস আনব্লক করে তার সঙ্গে চ্যাট করতে পারবেন গ্রাহক।