আশা করি সবাই ভাল আছেন। আপনাদের ভাল থাকার প্রত্যই নিয়েই আজ আমার আজকের টিপস শুরু করতেছি। আমরা সবাই কেউ না কেউ ফেসবুক চালাই। এক কথায়, ফেসবুক ছাড়া আমাদের জীবন অচল। আপনার আমার সখ আছে যে ফেসবুকে কিভাবে গ্রুপ তৈরি করে এখানে মেম্বার এড করা যায়। সবাই গ্রুপ তৈরি করতে জানলেও গ্রুপে মেম্বার না থাকার কারনে আপনার দেওয়া টিউনগুলি সবার কাছে যায় না। ফেসবুকে আপনার অনেক ফ্রেন্ড আছে কিন্তু সেগুলো এক এক করে এড করতে আপনার আমার অনেক সময় লাগবে। সব ফ্রেন্ডদের এক সাথে এড করার একটা জাভা স্ক্রিপ্ট আছে। এর দ্বারা আপনি সহজেই আপনার সব ফ্রেন্ডদের এড করতে পারবেন। চলুন শিখে নিই :-
ধাপ-১ঃ প্রথমে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লগিন করুন।
ধাপ -২: যে Group এ add করতে চান সেই Group টিতে যান ।
ধাপ-৩: এখানে ক্লিক করুন। একটা কোড এর ট্যাব ওপেন হবে। সেখান থেকে পুরো কোড কপি করুন। অথবা Download code from here
ধাপ -৪: এবার মাউসের ডান বাটনে ক্লিক করে “Inspect Element” এ ক্লিক করুন তারপর “Console” ক্লিক করবেন, সবার নিচে নিচের কোডগুলি পেস্ট করুন। যদি পেস্ট না হয় তাহলে প্রথমে “allow pasting” লিখে Enter দিন। আবার কোডগুলি পেস্ট করুন, তাহলেই কাজ হবে।
ধাপ -২: যে Group এ add করতে চান সেই Group টিতে যান ।
ধাপ-৩: এখানে ক্লিক করুন। একটা কোড এর ট্যাব ওপেন হবে। সেখান থেকে পুরো কোড কপি করুন। অথবা Download code from here
ধাপ -৪: এবার মাউসের ডান বাটনে ক্লিক করে “Inspect Element” এ ক্লিক করুন তারপর “Console” ক্লিক করবেন, সবার নিচে নিচের কোডগুলি পেস্ট করুন। যদি পেস্ট না হয় তাহলে প্রথমে “allow pasting” লিখে Enter দিন। আবার কোডগুলি পেস্ট করুন, তাহলেই কাজ হবে।

ব্যাস ১-২ মিনিট অপেক্ষা করুন তারপর আপনার কাজ শেষ। এক এক করে অটোম্যাটিক সব ফ্রেন্ড আপনার লিস্টে যুক্ত হয়ে যাবে। এখন দেখবেন একটা উইনডো এসেছে, কতজন Friend add হচ্ছে তা সেখানে দেখাবে। সাবধান, এই কাজটি বেশি করবেন না। কারন ফেসবুক আপনাকে ব্লক করতে পারে। ব্লক হলে এই স্ক্রিপ্ট আর কাজ করবেনা। তাই ব্লক সিগনাল দিলে স্টপ করে দিন।
Article Tags:
Add all Facebook friends to your group with 3 clicks