আপনার ফোনের লক কেউ খোলার চেষ্টা করলেই সাথে সাথে তার ছবি আপনার ফোনে সেভ হয়ে যাবে। এক্ষেত্রে কেউ যতবার আপনার ফোনে লক দিবে ঠিক ততবার তার ছবি আপনার ফোনে সংরক্ষিত হয়ে থাকবে। এই অ্যাপ ব্যবহারের ফলে কেউ আপনার ফোন ধরতেও পারবে না। আর কেউ ধরলেও আপনি সহজেই বুঝতে পারবেন। এইটা অ্যাপ ব্যবহারের জন্য আপনাকে Google Play Store এ গিয়ে Hidden Eye লিখে সার্চ করতে হবে এবং ডাউনলোড করে নিতে হবে।