Friday , February 28 2020
Home / News / ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে দারুণ সুখবর পেল বাংলাদেশ দল।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে দারুণ সুখবর পেল বাংলাদেশ দল।

প্রথমবারের মতো ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট ম্যাচ খেলতে বর্তমানে ভারত অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে দারুণ শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
তবে এই ম্যাচের আগে জানা গিয়েছিল পরিত্যক্ত হতে পারে ম্যাচ টি। তার কারণ রাজকোটে দিকে ধেয়ে আসছে প্রায় ২৫০ কিলোমিটার গতিতে একটি ঘূর্ণিঝড়। তবে শেষ পর্যন্ত সুখবর পাচ্ছে বাংলাদেশ এবং ভারত। যে ঘুর্ণিঝড়ের প্রভাবে ম্যাচ পণ্ড হওয়ার ভয় ছিল, সেই ঘুর্ণিজড় ‘মহা’ অনেকটাই দুর্বল হয়ে গেছে।
এবং সরে গেছে রাজকোটের পার্শ্ববর্তী এলাকা থেকে। এর ফলে ম্যাচ গড়ানো নিয়ে এখন খুব বেশি শঙ্কা নেই আয়োজকদের।
আয়োজকরা জানিয়েছেন, অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে এই মাঠে বৃষ্টির কারণে খেলার পণ্ড হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টিতে থামলে খেলা শুরু করা মাঠ কর্মীদের সময়ের ব্যাপার। তবে, ঘৃর্ণিঝড় সরে যাওয়া ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে গেছে।
এদিকে আজও সৌরাষ্ট্রে বৃষ্টি হয়নি, ছিলো ঝলমলে রোদ। এরইমধ্যে মাঝে দুই দল সেরেছে প্রথম দিনের অনুশীলন। আগামী ৭ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

Check Also

ধনে পাতা খাওয়ার ১০ মারাত্মক ক্ষতি

বাঙালির সব খাবারেই ধনেপাতা নিত্যসঙ্গী। খাবারকে সুস্বাদু করে তুলতে এর ব্যবহার হয়ে থাকে। ধনেপাতা পাটায় …