Sunday , June 26 2022
Home / SEO / আপনার লেখা গুগলের প্রথম পেজে নিয়ে আসুন | SEO-এসইও

আপনার লেখা গুগলের প্রথম পেজে নিয়ে আসুন | SEO-এসইও

আমরা সবাই নিজের ব্লগ পোস্টকে গুগলের প্রথম পেজে আনতে চাই। যেমনঃ এসো আর্ন করি সাইটের অনেক পোস্ট গুগলের সার্চ রেজাল্টে প্রথম পজিশনে আছে। কিন্তু সবসময় তা সম্ভব হয়না। আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনার সাইটকে গুগলের প্রথম পেজে আনবেন।

উপযুক্ত শিরোনাম দিন

পোস্টের জন্য উপযুক্ত একটি শিরোনাম দিতে হবে। অবশ্যই ৪০-৬০ অক্ষরের মধ্যে শিরোনাম হতে হবে। এটি এসই ফ্রেন্ডলি ব্লগ পোস্টের বৈশিষ্ট্য। তাই অবশ্যই একটি ও আকর্শনী শিরোনাম দিন।

মেটা ডিস্ক্রিপশন দিন

আপনার পোস্টের জন্য একটি মেটা ডিশক্রিপশন দিন। এতে করে আপনি খুব সহজেই গুগলে র‍্যাংক পাবেন।

 ব্যাকলিংক করুন

আপনার পোস্টের জন্য ব্যাকলিংক তৈরি করুন। গুগলে র‍্যাংক পাওয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপায়। জেনে নিন ব্যাকলিংক কি? আপনি খুব সহজেই বিভিন্ন উপায়ে ব্যাকলিংক তৈরি করতে পারেন। যেভাবে ব্যাকলিংক তৈরি করতে হবে জেনে নিন।

ইনবাউন্ড ও আউটবাউন্ড লিংকিং করুন

আপনার পোস্টের ভিতরে নিজের সাইটের লিংক দেওয়াই হচ্ছে ইনবাউন্ড লিংকিং। আর অন্য সাইটের লিংক দেওয়া হচ্ছে আউটবাউন্ড লিংকিং।

নিজের সাইটের লিংক দিলে ভিজিটর এনগেজমেন্ট বাড়ে। আর অন্য সাইটের লিংক দিলে গুগল মনে করে আপনি খুব রিসার্চ করে পোস্টটি লিখেছেন। তাই গুগল সহজেই আপনাকে র‍্যাংক দিবে।

Check Also

আপনাদের জন্য নিয়ে আসলাম ৫০ টি এসসিইও (SEO Tools) টুলস। একদম ফ্রি !!!

আসলামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি কয়েকটি এসই্ও টুলস এর সাথে পরিচয় …