২০২৩ সালে বাজারে আসছে সপ্তম প্রজন্মের ওয়াই-ফাই রাউটার। বর্তমান ষষ্ঠ প্রজন্মের রাউটারের গতির তুলনায় তিনগুণ বেশি গতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক সংস্থা অ্যান্ড্রয়েড অথরিটির বরাতে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি রিপোর্টে বলা হচ্ছে, সপ্তম প্রজম্মের ওয়াই-ফাই রাউটার ব্যবহারের ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা ৩৩ জিবিপিএস পর্যন্ত ডেটা স্পিড পাবেন। ষষ্ঠ প্রজম্মের রাউটারের মাধ্যমে সর্বোচ্চ ১০ জিবিপিএস গতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়।
এদিকে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম দাবি করেছে, সপ্তম প্রজম্মের এই রাউটার একসঙ্গে ৫০০ ইন্টারনেট ব্যবহারকারীকে যুক্ত করতে পারবে। ফলে ধরেই নেওয়া যায়, অনলাইন গেমিংয়ের জন্য একটি আদর্শ ডিভাইস পেতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমীরা। পাশাপাশি মনে করা হচ্ছে, ইন্টারনেট গতি বেশি হওয়ায় আগামী দিনে এআর ও ভিআর প্রযুক্তির অ্যাপসগুলো অ্যাক্সেস করা আরও সহজ হবে।
মোদ্দা কথা, সপ্তম প্রজম্মের ডিভাইস আসালে ইন্টারনেট কানেক্টিভিটিতে বড় পরিবর্তন আসবে। রাউটারটির দাম কেমন হতে পারে তা জানা সম্ভব হয়নি।