Sunday , June 26 2022
Home / Tips & Tiricks / ইউটিউবের সকল বাংলা গান ডাউনলোড করুন ফ্রি তে আর কোন সফটওয়্যার ছাড়াই

ইউটিউবের সকল বাংলা গান ডাউনলোড করুন ফ্রি তে আর কোন সফটওয়্যার ছাড়াই

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আসলাম। আমরা সবাই গান পাগল। তাই অনেকেই ইউটিউব থেকে গান শুনি তাতে অনেক এমবি খরচ হয়। আবার একই গান আবার যখন শুনতে চাই তখন আবার নতুন করে এমবি খরচ করতে হয়। এত খরচ কি বাবার বাড়ির আবদার নাকি! তার উপর আবার আমাদের দেশের সিম কোম্পানির কথা তো আর বলাই লাগে না।

তারা যেই ডাটা কিনতে খরচ করে মাত্র কিছু পয়সা সেখানে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে শত শত টাকা। মানে আমরা নিজেদের ফকির বানিয়ে তাদের পকেট ভারী করছি। বাহ! কি সুন্দর সিস্টেম। তাছাড়া আজকাল তো আবার ইউটিউব নতুন করে যেই ব্যাবসা শুরু করছে অ্যাড নিয়ে, তাতে তো এমবি শ্বশুরবাড়ি থেকে এনেও পোষানো ভারী কষ্টকর হয়ে যাচ্ছে। এই সকল ঝামেলা থেকে রেহায় পাওয়ার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক সমাধান যার নাম –

HQ Musics

এইখান থেকে আপনারা অতি সহজেই আর কোন ধরনের software ছাড়াই এবং খুব কম এমবি খরচ করেই Free Download

করতে পারবেন আপনার পছন্দের যেকোন গান, নাটক, এমনকি  যেকোন নতুন মুভি

এই সাইটটি যেকোন ধরনের নতুন গান, নাটক, মুভি তে সমৃদ্ধ। শুধুমাত্র নতুনেই নয় এই সাইটে আপনি অনায়াসেই পাবেন এ যাবতকালের সকল গান, নাটক ও মুভিগুলো। বাংলা, হিন্দি, ইংরেজি সহ যেকোন ভাষার যেকোন ভিডিও আপনি এই সাইট থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।

ও হ্যা ভুলেই তো গিয়েছিলাম। শুধু ভিডিওই নয়, আপনি চাইলে আপনার পছন্দের গানগুলোর অডিও ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোন রকম ঝমেলা ছাড়াই। আর হ্যা, ইউটিউবের মত অ্যাড এর ঝামেলার তো কোন প্রশ্নই আসে না। আশাকরি আপনাদের কাছেও সাইটটি ভালো লাগবে। তাই আপনার পছন্দের ভিডিও বা অডিও ডাউনলোড করুন যত খুশি তত। সাইটটির লিঙ্ক-

http://hqmusics.com

ধন্যবাদ সবাইকে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মত বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোন টিউন নিয়ে, আল্লাহ হাফেজ।

Check Also

Walton WS2129 speaker, Walton ws2160 speaker,Walton brings new Chorus speakers

ওয়ালটন বাজারে নিয়ে আসলো নতুন স্পিকার | Walton New Speaker 2022

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন দুটি মডেলের স্পিকার বাজারে এনেছে। ‘কোরাস’ প্যাকেজিং-এ 2.1 মাল্টিমিডিয়া স্পিকারের …

Leave a Reply

Your email address will not be published.