Dujon Mile song lyrics | দুজনে মিলে | Rabi Chowdhuri | Sabina Yeasmin | Bangla Audio Song | Bangla Hit Song
Song information
Song: Dujon Mile | দুজনে মিলে Singer: Rabi Chowdhuri, & Sabina Yeasmin Lyric: HM Nipu Tune & Music: Pronob Ghosh Label: Soundtek
তোমায় নিয়ে চলে যাব
অন্য ভুবনে
যেখানে থাকবে না কেউ
তুমি বিহনে। ২বার
দুজন মিলে
ও দুজন মিলে
হায় দুজন মিলে।
স্মূতির জিনে
ফুটবে শামুক
শুকের পাখি যাবে উড়ে
বুকের হৃদয় সুখযে পাবে
জনম জনম ধরে। ২বার
জীবন আমার পাবে প্রান
তোমাকে পেলে,
ও দুজন মিলে
ও দুজন মিলে।
দুখের সময়
আসবে না আর
জীবনের কোন ক্ষনে
চোখের তারায় ভালোবাসা
ঝরবে জানি প্রতি ক্ষনে। ২বার
মরন আমার পাবে সুখ
তোমারি হলে,
দুজন মিলে
ও দুজন মিলে
হায় দুজন মিলে।
তোমায় নিয়ে চলে যাব
অন্য ভুবনে
যেখানে থাকবে না কেউ
তুমি বিহনে। ২বার
দুজন মিলে
ও দুজন মিলে
হায় দুজন মিলে।