ফেসবুকের একটি নতুন আপডেট সম্প্রতি এসেছে যার নাম৷ Facebook Protect। এই নোটিফিকেশনটি পেয়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। তাদেরকে বলা হয়েছে যে ২৮ অক্টোবরের মধ্যে Facebook Protect নামে যে অপশন টি আছে সেটি যদি চালু না করা হয় তাহলে তাদের Facebook Account Lock হয়ে যাবে।
ফেসবুক ব্যবহারকারী যারা এই নোটিফিকেশনটি পেয়েছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে Facebook Protect কি এবং এটি কিভাবে কাজ করে এ ব্যাপারে ওয়েবসাইটে বলা হয়েছে যে কিছু অ্যাকাউন্ট বাড়তি নিরাপত্তার জন্যই তারা নতুন ফিচারটি নিয়ে এসেছে।
এই ফিচারটি মূলত যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং প্রচারণা এবং তাদের যারা প্রতিনিধি আছে তাদের একাউন্টকে বাড়তি একটা সুরক্ষা দেবে।
এই ফিচারটি যুক্তরাষ্ট্র জার্মানি সেখানে ব্যবহার করা হয়েছিল যারা নির্বাচন প্রার্থী ছিল তাদের একাউন্টকে সুরক্ষা দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছিল।
ফিচারটি পৃথিবীর অন্যান্য দেশে এখন থেকে ব্যবহার করা হবে বলেও ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি জানায়।
ফেসবুক কতৃপক্ষ আরো জানায় যে আপনার একাউন্টে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনার একাউন্টে অবশ্যই শক্তিশালী হওয়া দরকার যার জন্য তারা ইতিমধ্যে লগ ইনের ক্ষেত্রে উন্নত নিরাপত্তা ব্যবস্থা করেছে। পরবর্তীতে তারা আরও ভালোভাবে ফেসবুক প্রটেক্ট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানাবেন। যারা ইতিমধ্যে নোটিফিকেশন পেয়েছেন তারা ফেসবুক প্রোটেক্ট Learn More এ গেলে এই বিষয়ে কেন নিরাপত্তা বেশি জরুরি তা বিস্তারিত জানতে পারবেন।
ফেসবুকের কিছু একাউন্টধারী আছে যাদের ফলোয়ার সংখ্যা অনেক এবং কিছু পেজ আছে যাদের অনেক ফলোয়ার আছে হ্যাকাররা বরাবরই তাদের Facebook Account Hacked করার ব্যাপারে বেশি আগ্রহী মূলত তাদের নিরাপত্তার জন্য ফেসবুকেই ফিচারটি চালু করেছে।
ফেইসবুক সবাইকে এই নোটিফিকেশন দেয়নি যাদেরকে মনে করেছেন যে নিরাপত্তা দরকার শুধু তাদেরকেই এই নোটিফিকেশনটি দিয়েছে।