Fivrr (ফাইবার) সফলতা পাবেন কিভাবে
১. আপনার স্কিল থাকতে হবে যেন বায়ার যে কাজ দিবে তা আপনি ভাল ভাবে করে ৫* রেভিউ নিতে পারেন (নাহলে অর্ডার পেয়েও লাভ নেই যদি প্রথমেই কাজে ব্যর্থ হোন)
২ .আপনার Flickr একটি প্রফেশনাল পোর্টফোলিও থাকতে হবে, (অনেকেই প্রাকটিস করা কাজ এবং আন প্রফেশনাল কাজ দিয়ে সাজিয়ে রাখেন এটা করলে হবেনা) ১-২মাস সময় নিন ভাল ভাবে একটি প্রটফোলিও সাজান
৩. এবার একটি সুন্দর ৬ ওয়ার্ডের unique একটি নাম ইউজার নেম হিসেবে সিলেক্ট করুন (যাদের একাউন্ট আছে তারা আবার একাউন্ট ডিলিট করে নাম চেন্জ করতে যাইয়েন না, )
৪. টাইটেল আপনার সার্ভিস রিলেটেড একটি কীওয়ার্ড রাখুন ফ্রেন্ডলি একটি টাইটেল সংক্ষেপে দিন
যেমন: I will design, fix and create a wordpress website.
I will design eye catching and fully responsive wordpress website.
৫. এবার ট্যাগ প্রথম পেজের গিগ গুলো নিয়ে রিসার্চ করুন সময় দিন দেখুন কোন গিগ গুলো প্রথম পেজে সে গিগ থেকে আইডিয়া নিয়ে ট্যাগ ব্যবহার করুন
৬. ডিসক্রিপশন ২০ গিগ দেখুন তারা কিভাবে লিখছে আপনি ও তাদের মত লিখুন আইডিয়া নিয়ে, কপি করবেন না
৭. কাজের মূল্য প্রথম অবস্থায় কম দিন।
৮ . গিগ রিকুয়ারমেন্ট আপনার সার্ভিস রিলেটেড যা যা প্রয়োজন সব প্রশ্ন আকারে লিখুন
১, ২ এমন সিরিয়াল করে
1 .logo name
2. Slogan
3. About your business
আরো যা জানতে ইচ্ছে বা প্রয়োজন হয় লিখে দিবেন
৯. সবচেয়ে গুরুত্ব পূর্ণ বিষয় Gig image, এটা যত আকর্ষণীয় করে তুলবেন অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে।
টিপস গুলো যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করেন আশাকরি আগামী ৬ মাস পরে আপনার সাকসেস স্টোরি শুনতে পাব। ইনশাআল্লাহ!