আসসালামুয়ালাইকুম !
সকলকে শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি পরম করুণাময়ের নামে।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন।,আর আমার মুসলিম ভাইদেরকে জানাই রমজানের শুভেচ্ছা, আশা করি আপনারা সঠিকভাবে সবকটি রোজা পালন করছেন, আর পরবত্তী রোজা গুলো একাইভাবে পালন করবেন, আজকের টিউনের টাইটেলটা নিশ্চয় দেখছেন, তো চলুন টিউনে ফিরে যাই।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক।
যে কেউ চাইলেই এর একাউন্ট খুলতে পারে। কিন্তু যে কেউ চাইলে সহজেই এর একাউন্ট ডিলিট করতে পারেনা।
আজ আমরা ফেসবুক আইডি স্থায়ী ভাবে ডিলিট করা সম্বন্ধে জানবো।
ফেইসবুকের অ্যাকাউন্ট সেটিং থেকে Deactivate করা যায় কিন্তু স্থায়ী ভাবে ডিলিট করা যায় না।
যদি কোন কারনে অ্যাকাউন্ট স্থায়ী ভাবে ডিলিট করতে হয় তবে এই টিউনটি আশা করি আপনার উপকারে দিবে।
ভয় নেই কাজটি করার সাথে সাথে ডিলিট হবে না।
আপনাকে ১৫ দিন সময় দেওয়া হবে ভেবে দেখার যে আসলেই ডিলিট করবেন কিনা।
এখন আপনি যদি ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করে চান তবে এই টিউনটি মনযোগ সহকারে পড়ুন এবং যা করতে বলা হয় তাই করুন।
এজন্য আপনাকে যা করতে হবে তা হল, আপনি যেই অ্যাকাউন্ট টি ডিলিট করবেন সেটি ফেইসবুকে লগইন করার পর এখানে ক্লিক করুন
এরকম একটি পেইজ আসবে,

এরপর Editing Your Account এ ক্লিক করুন।
তারপর এরকম একটা পেইজ আসবে,

এরপর Deactivating & Deleting Your Account এ ক্লিক করুন।
তারপর এরকম একটা পেইজ আসবেঃ

এখান থেকে How do I permanently delete my account? এ ক্লিক করুন
তারপর এরকম একটা পেইজ আসবেঃ

এখান থেকে let us know. এ ক্লিক করুন।
তারপর এরকম একটা পেইজ আসবেঃ
এখানে পাসোয়ার্ড দিয়ে Submit এ ক্লিক করুন।
তারপর এরকম একটা পেইজ আসবেঃ

যা যা হারাবেন
আপনার সমস্ত তথ্যই আজীবনের জন্য হারাবেন।
আপনার বন্ধুদের হারাবেন।
আপনার Status গুলো হারাবে
এক কথায় সবই হারাবেন।
কেন করবেন এই কাজ মাথা ঠান্ডা করে আবার ভেবে দেখুন।
[ডিলিট করার আগে আরো একবার ভেবে দেখুন আসলেই ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন আছে কিনা, যদি না ভাবতে পারেন তাও সমস্যা নাই, Submit করার পর আরো ১৫দিন সময় পাবেন ভাবার। আর ১৫ দিনের মধ্যে যে কোন দিন আপনি আপনার অ্যাকাউন্ট লগইন করলেই ডিলিট হবে না।]