আশা করি আপনারা সকলে ভাল আছেন। আজকে আপনাদের শেখাবো কিভাবে সফটওয়ার ছাড়াই আপনি যেকোন ফোল্ডার হাইড করবেন। এ জন্য অনেকেই বিভিন্ন লকার সফটওয়ার ইউজ করে। কিন্তু সেটাও নিরাপদ নয়। কেহ যদি দেখে আপনার একটা ফোল্ডারে আপনি লক মেরে রেখেছেন এবং ঠুকতে গেলেই password চাচ্ছে।
তখন সে যদি আপনাকে মেরে ফেলার হুমকি দিয়ে password আপনার হতে নিয়ে নেই !!!!!!!! তখন কি করবেন??? 😆
নাহ এমনটা হবে না চিন্তা করবেন না। জাস্ট ফান করলাম। তো আমরা চলুন শিখে নেই কিভাবে সফটওয়ার ছাড়াই আমরা আমাদের গোপন ফোল্ডার হাইড করে রাখতে পারি, যাতে কেহ বুঝতে না পারে আর জীবনের ভয়ে password দিতে না হয়। আবারও মজা !!!!! যাই হোক তো আপনি যে ফোল্ডারটা হাইড করতে চাচ্ছেন সেখানে যান।
এখানে দেখা বার সুবিদার্থে আমি এই Movie নামক ফোল্ডারটি হাইড করে দেখাবো তো স্টেপ বাই স্টেপ দেখুনঃ
১। প্রথমে আমার এই দুটির ভেতর movie নামক ফোল্ডারটি হাইড করব বলে এখানে এসেছি।
২। এরপর উপরে ফাইল এ্যক্সিস এর ফাকা জায়গায় ক্লিক করে ওখানে লিখুন cmd এবং Enter প্রেস করলাম।
৩। এরপর এরকম একটা কালো ইউনডো আসবে
এখানে কোন কিছুতে চাপ না দিয়ে কিবোড হতে লিখুন attrib স্পেস দিন একটা +h স্পেস দিন একটা +s স্পেস দিন একটা +r স্পেস দিন একটা,এবার যে ফোল্ডারটা হাইড করতে চান সেটার নাম লিখুন আর ENTER প্রেস করুন। দেখুন হাইড হয়ে গেছে।
এটা যদি কেহ show hidden file option টা চালু করে রাখে তারপর ও সিকিউর{ professional secuerity }. বিঃদ্রঃ ফোল্ডারের নামটি কোথাও লিখে রাখুন ভুলে গেলে কিন্তু হবেনা পরে এবার আনহাইড করতে দরকার হবে,এটা খেয়াল রাখবেন।
এখন আসি কিভাবে আবার আনহাইড করবেন :
একই ভাবে উপরে ফাইল এ্যক্সিস এর ফাকা জায়গায় ক্লিক করে ওখানে লিখুন cmd এবং Enter প্রেস করুন।
৩। এরপর একই-রকম একটা কালো ইউনডো আসবে,এখানে কোন কিছুতে চাপ না দিয়ে কিবোড হতে লিখুন attrib স্পেস দিন একটা -h স্পেস দিন একটা -S স্পেস দিন একটা -R স্পেস দিন একটা,এবার সেই ফোল্ডারটার নাম যে নাম দিয়ে হাইড করেছিলাম হুবহু সেই নামটি লিখুন আর ENTER প্রেস করুন
দেখুন যায়গার ফাইল যায়গায় চলে এসেছে।
কোন সমস্যা হলে টিউমেন্টে জানাবেন। ভুল হলে ক্ষমা করবেন। প্রথম লিখলাম তো ভুল হতে পারে। আমার জন্য দোয়া করবেন।