আসসালা আলাইকুম । আসা করি ভালো আছেন। আজ আমি আলোচনা করবো কিভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়া রখবেন । যাতেকরে আপনার ফ্রেন্ডদের কেউ দেখতে নাপারে। আর এই কাজটি করার জন্য আপনাকে নিচের স্টেপ গুলু অনুসরন করতেহবে।তাহলে চলুন দেখি…………
- প্রথমে আপনার ফেসবুক লগইন করুন।
- তারপর আপনার প্রোফাইলে ক্লিক করুন।
- তারপর ফ্রেন্ড লিস্টে ক্লিক করুন এবং ফ্রেন্ড লিস্ট গুলুর উপরের দিকে খেয়াল করুন। ”EDIT” অপশনে ক্লিক করুন । অখানে একটি পপআপ অপশন আছে। সেখানে Who can see your Friend List on your timeline? লিখার নিচে একটা অপশন দেখতে পাবেন। ঐ অপশনে ক্লিক করে আপনার পছন্দ মত সেটিং করে নিন।