Table of Contents
মোবাইলে কম্পিউটার মাউস কিবোর্ড ব্যবহার
আমি আমার মোবাইল ফোনে Computer Keyboard ব্যাবহার করতে চাই,, আমি একাটা কিবোর্ড কিনে তারপর সেটা থেকে সরাসরি আমার মোবাইলে লাইন দিয়ে কাজ করতে পারবো??
বাজারে ওয়ার্লেস অর্থাৎ তার বিহীন কীবোর্ড পাওয়া জায়।। সেটি হল ওয়ার্লেস কীবোর্ড। বাজারে কম্পিউটার যে কোন দোকান থেকে পাওয়া যায়। আর আপনি মোবাইলে যদি কম্পিউটারের কীবোর্ড চালাতে চান তাহলে আপনাকে দেখতে হবে আপনার ফোনে OTG সাপোর্টকী না? । যদি সাপোর্ট হয় তবেই আপনি চালাতে পারবেন ।
Computer Keyboard & Mouseমোবাইলে ব্যবহারের জন্য বিভিন্ন দামের পাওয়া যায়। যদি দোকানে না পান তাহলে
Keyboard স্মার্টফোনের জন্য Online এ পেয়ে যাবেন।
Connect A Computer Keyboard to MobilePhone
আরোও পড়ুনঃ
কাঁচের মতো স্বচ্ছ ফোন বাজারে আনছে নকিয়া
ডাউনলোড করে নিন জনপ্রিয় বাংলা লেখার মুক্ত সফটওয়্যার অভ্র কীবোর্ড এর আপডেট ভার্সন!
WhatsApp এর বিভিন্ন সমস্যা থেকে মুক্তির ১০ উপায়
মোবাইল দিয়ে মাউস Use করুন সহজে Remote Mouse Soffter দিয়ে। এখন মোবাইল দিয়ে কম্পিউটার মাউসের কাজ করুন খুব সহজে এবং অনেক স্পীডে (এটা আপনার যে কোন মাউসের চেয়ে বেশি তারাতারি কাজ করবে)
দরকারি জিনিস সমুহ
১টি সফটয়ার আপনার মোবাইল এবং কম্পিউটার ইন্সটল করে নিতে হবে
Mobile apps Link : এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন
computer Soffter : এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন
- ১মে কম্পিউটার ইন্সাটল করে নিন সফটওয়্যার টি তারপর ওপেন করুন (যদি সমস্যা হয় কম্পিউটার টি রিস্টার্ট দিয়ে নিন)
- তারপর মোবাইলে একই সফটওয়্যার ইন্সটল দিন ওপেন করুন (এরকম দেখাবে এটা আমার লেপ্টপের নাম)
- নিচে দেখানো জাইগাতে ক্লিক করুন
- এখন সব কিছু আপনার মোবাইলে করতে পারেন (মাউস – কীবোর্ড – কম্পিউটার অফ অন)
- আপনি ইন্টারনেটে প্রবেশ করে এই পেড দিয়ে চালাতে পারবেন
এই বিষয়ে আরো ভালভাবে জানতে এই ভিডিওটি দেখুন এইখানে
আরোও পড়ুন
⇒ আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম
⇒ ব্লগিং শুরু করুন মোবাইল দিয়ে । How to start Blogging with Mobile
⇒ হ্যাশট্যাগ কী? (#ট্যাগ) এটা কেন করা হয়? হ্যাশট্যাগ করলে লাভ কী?
⇒ হোয়াটসঅ্যাপে এখন সহজে পুরোনো মেসেজও ডিলিট করা যাবে