অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের আইডির প্রোফাইল লক করে অন্যকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। প্রোফাইল লক করা আইডি থেকে রিকুয়েস্ট প্রদানকারীর জন্য বিষয়টি বিরক্তিকর না হলেও যাকে রিকোয়েস্ট পাঠানো হয় তার জন্য অনেকটাই বিরক্তিকর হয়ে থাকে।
ফেসবুকে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে কিছু সহজ সমাধানও রয়েছে। যা অনুসরণ করে রিকুয়েস্টদাতা বা প্রোফাইল লককারীর বিস্তারিত পরিচয় জেনে নেওয়া যায়।
লক করা প্রোফাইল দেখতে প্রাথমিকভাবে আপনি যা করবেন-
১. প্রথমে কম্পিটার থেকে ফেসবুকে লগইন করে ব্যবহারকারীর লক থাকা প্রোফাইলটিতে যেতে হবে।
২. এরপর প্রোফাইল পিকচারে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করে তা কপি করে নিতে হবে।
৩. ব্রাউজারে নতুন উইন্ডো খুলে সেখানে কপি করা ইউআরএল পেস্ট করতে হবে।
৪. ফলে সহজে প্রোফাইল পিকচার দেখে নিতে পারবে।
দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো-
প্রোফাইল থেকে ইউজারনেম নিয়ে ‘http://graph.facebook.com/username/userid/picture?width=2000¨eight=2000’ এই লিঙ্কে গিয়ে ইউজারনেমের জায়গায় নাম লিখলেই প্রোফাইল পিকচার দেখা যাবে।
লক করা ফেসবুক প্রোফাইল দেখবেন যেভাবে | How to view locked Facebook profile
- Log in to your Facebook account.
- Go to the profile of the person you want to view the locked picture of.
- Right-click on the profile picture.
- Click on “copy image URL”
- Paste the same in the address bar.
- Hit enter and the profile picture will be visible to you.