নতুন অনেকেই আছেন, যারা নতুন সাইট তৈরি করে, সেই সাথে একের পর এক ওয়ার্ডপ্রেস প্লাগিন ইন্সটল করেই থাকে। তবে গুরুত্বপুর্ন ব্যপার হল আপনি যে ওয়ার্ডপ্রেস সাইটটি তৈরি করেছেন সেই সাইটে অতোগুলো প্লাগিন ইন্সটল না করলেও চলে। চাইলে আপনি ওয়ার্ডপ্রেস কোডেক্স থেকে কিছু ছোট-খাটো ফাংশন গুলো আপনার থিমের বা যেকোনো একটি প্লাগিন তৈরি করে সেই প্লাগিনে যুক্ত করে দিতে পারেন।
যায় হোক আজকে আমি আপনাদের কয়েকটি প্রয়োজনীয় ওয়ার্ডপ্রেস প্লাগিনসমুহ নিয়ে এসেছি যা আপনার সাইটের জন্য গুরুত্বপুর্ন ও থাকা প্রয়োজন।
১) জেটপ্যাক – Jetpack
Jetpack প্লাগিনটি আপনার সাইটে ওয়ার্ডপ্রেস.কম এর সকল সুবিধা এনে দেবে। এই প্লাগিনটি ওয়ার্ডপ্রেস সেলফ হোস্টেড সাইটের জন্য এমনভাবে তৈরি করা হয়ে যে প্লাগিনটি ওয়ার্ডপ্রেস.কম এর অনেক ধরনের সুবিধা এনে দেব। যেমনঃ ওয়ার্ডপ্রেস স্টাটস, ওয়ার্ডপ্রেস.কম মন্তব্য সুবিধা, সাইটের পোস্ট ফেসবুক, টুঁইটার ও অন্যান্য সাইটে অটোম্যাটিক সেয়ার, ওয়ার্ডপ্রেস.কম এর মত বিজ্ঞপ্তি ব্যবস্থা, ইমেইল সাবক্রাইব (মন্তব্য ও পোস্ট), সাইটের জন্য মোবাইল থিম এছাড়াও আরোও অনেক যা নিচের প্লাগিনটি ইন্সটল করার পরেই বুঝতে পারবেন।
এই প্লাগিনটি ইন্সটল করার একটি টিউটোরিয়াল বিডিরঙ.কম পাওয়া যাবে। এই প্লাগিনটি ডাউনলোড করার জন্য এই লিংক এ ক্লিক করুন অথবা ড্যাশবোর্ড থেকে “Jetpack” লিখে অনুসন্ধান করুন।
২) ফেসবুক ওয়ার্ডপ্রেস – Facebook WordPress
আপনার সাইটকে ফেবুকের সাথে যুক্ত করতে ফেসবুকের সকল সুবিধা পাবেন এই প্লাগিন দিয়ে। ফেসবুক ওয়ার্ডপ্রেস প্লাগিন এ ফেসবুকের সকল সুবিধাগুলোকে এক সাথে যুক্ত করে দেয়া হয়েছে যা আপনার বিভিন্ন প্লাগিন ব্যবহার করে আপনার সাইটে যুক্ত করতেন। এই প্লাগিন যা যা আছেঃ ফেসবুক মন্তব্য, ফেসবুক লাইক বক্স, ফেসবুক সাবস্ক্রাইব বক্স, ফেসবুক সেন্ড বাটন, ফেসবুক লাইক বাটন, ফেসবুক রিসেন্ট অ্যাক্টিভিটি, সহ আরোও অনেক। এক কথায় ফেসবুকে আপনার সাইটের প্রচারণা ও ফেসবুকের যেকোনো সুবিধা পাওয়া যাবে এই প্লাগিনে।
প্লাগিনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অথবা ড্যাশবোর্ড এ গিয়ে “Facebook” লিখে অনুসন্ধান করুন তাহলেই পেয়ে যাবেন ফেসবুক ওয়ার্ডপ্রেস প্লাগিন। ফেসবুক ওয়ার্ডপ্রেস প্লাগিন সমন্ধে আরোও জানতে এখানে ক্লিক করুন।
৩) ওয়ার্ডপ্রেস এসইও – WordPress SEO
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর সকল ভুমিকা পালন করতে এই প্লাগিন এর গুরুত্ব অনেক। আপনার সাইটে সার্চ ইঞ্জিনগুলোতে এগিয়ে নিয়ে জেতে এই প্লাগিন এর ব্যবহার করতে পারেন। এই প্লাগিন দিয়ে যেকোনো পোস্ট, পেজ বা যেকোনো পেজটেম্পলেট কে সার্চ ইঞ্জিন বান্ধব করে দিতে পারবেন। তাছাড়া প্রতিটি পোস্ট বা পেজের জন্য আলাদা আলদা শিরোনাম, বিবরন ও কি-ওয়ার্ড দিতে পারবেন যা আপনার সাইটকে সার্চ ইঞ্জিনে আরোও এগিয়ে নিয়ে যাবে। এই প্লাগিনটি অনেক বড় বড় ব্লগে ব্যবহার করা হয়। যেমনঃ The Next Web, Search Engine Land, Mashable সহ আরোও অনেক সাইটে।
প্লাগিনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অথবা ড্যাশবোর্ড এ “WordPress SEO by Yoast” লিখে সার্চ দিন তাহলেই পেয়ে যাবেন এই প্লাগিন। প্লাগিনটির বেশ কিছু স্ক্রিনশট দেখতে এখানে ক্লিক করুন।
৪) ওয়ার্ডপ্রেস পোস্ট প্রদর্শন – WP Post Views
প্লাগিনটি ছোট হলেও অনেক কাজের। কারন এই প্লাগিন আপনার সাইটে ইন্সটল করে সেটিং করে দিলেই কত বার কোন পোস্টটি দেখা হয়েছে তা বুঝতে পারবেন। এই প্লাগিনের সেটিংস ব্যবস্থা থেকে নির্বাচন করতে পারবেন কেমন ধরনের পরিদর্শক পোস্ট দেখলে কাউন্ট করবে, এছাড়া আরোও অনেক সুবিধা রয়েছে এই প্লাগিনে।
এই প্লাগিনটি ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন অথবা ড্যাশবোর্ড থেকে WP-PostViews” লিখে অনুসন্ধান করুন তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত প্লাগিনটি। এই প্লাগিন এর ইন্সটলেশন সমন্ধে জানতে এই লিংক এ ক্লিক করুন।
৫) ওয়ার্ডপ্রেস পেজ ন্যাভিগেশন – WP Page Navigation
এটি ওয়ার্ডপ্রেস সাইটের সকল পোস্ট এর একটি ন্যাভিগেশন তৈরি করতে সাহায্য করে যা অনেক জনপ্রিয় সাইটের জন্য বা সাধারন সাইটের জন্যও বেশ প্রয়োজন।
এই প্লাগিনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অথবা ড্যাশবোর্ড থেকে “WP-PageNavi” লিখে অনুসন্ধান করুন তাহলেই পেয়ে যাবেন। এই প্লাগিনের আরোও স্ক্রিনশট দেখতে এই লিংকেক্লিক করুন। প্লাগিনটি ইন্সটল পদ্ধতি সমন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন