Powered by Ajaxy
Jan 15, 2021
225 Views
Comments Off on এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়ানোর উপায় Increase Android Speed

এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়ানোর উপায় Increase Android Speed

Written by

Android Phone Speed বাড়ানোর  উপায়

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা তাদের ফোন সম্পর্কে সবচেয়ে বেশী যে অভিযোগটি করে থাকেন তা হলো তাদের অ্যান্ড্রয়েড ফোনের স্পিড। আর তাদের অভিযোগ যে একেবারে ভিত্তিহীন তাও কিন্তু নয়। সময়ের সাথে সাথে গতি হারিয়ে ফেলা অ্যান্ড্রয়েড ফোনগুলির জন্য একটি প্রচলিত সমস্যায় পরিণত হয়েছে। যা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় বিরক্তির কারণ হিসাবেও প্রমাণিত।

জরিপ করে দেখা যায় যে, অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি ক্রয় করার সময়ে বেশ দ্রুতগতি সম্পন্ন হয়ে থাকলেও সময় এবং ব্যবহার বাড়তে থাকার সাথে সাথে ফোনের গতিও ক্রমশ কমে আসতে শুরু করে। যার ফলে অভিজ্ঞদের কাছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সচরাচর যে-সব প্রশ্নগুলি করে থাকেন তার মধ্যে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নটি হলো তারা কিভাবে তাদের শখের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিকে পূর্বের গতি ফিরিয়ে দেবেন।

অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করে দিন

এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করে দেওয়া। ফোনে প্রচুর স্টোরেজ থাকার বদৌলতে আমরা ইদানিং অতিরিক্ত অ্যাপ নিয়ে ফোন ভরিয়ে ফেলি। এই অ্যাপগুলো হয়ত ফোনের স্টোরেজে কোনো প্রভাব ফেলেনা, তবে ফোনের র‍্যামে জায়গা দখল করে থাকে অনেক অ্যাপই। আর এই কারণেই ফোনে অ্যাপ বেশি থাকলে ফোন স্লো হয়ে যায়। তাই চেষ্টা করুন আপনার এন্ড্রয়েড ফোনটতে যথাসম্ভব কম এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ অ্যাপগুলো রাখতে।

ইন্টারনাল স্টোরেজ যথাসম্ভব খালি রাখুন

Android Phone Speed বাড়ানোর আরেকটি কার্যকর উপায় হচ্ছে ইন্টারনাল স্টোরেজ যথাসম্ভব খালি রাখা। তবে আমরা আপনাকে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ একদম খালি করে রাখতে বলছিনা। ধরুন, আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি আর আপনি ২জিবি স্পেস নেয়, এমন অ্যাপ বা গেম চালিয়ে থাকেন।

আপনি যখন ওই অ্যাপটি চালাবেন, তখন ওই অ্যাপের ডাটাগুলো লোড করতে অ্যাপটি ফোনের ইন্টারনাল স্টোরেজকে ব্যবহার করে। তাই ওই ২জিবির অ্যাপ বা গেমটি চালাতে আপনার ফোনে কম করে হলেও ২ থেকে ৪ জিবি ফ্রি স্পেস থাকা প্রয়োজন। এভাবে ইন্টারনাল স্টোরেজ কিছুটা জায়গা খালি রাখার ফলে অ্যাপগুলো খুব স্মুথভাবে রান করবে আর ফোনের স্পিড ও বৃদ্ধি পাবে।

মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করুন

ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি রাখতে সম্ভব হলে ফোনে এক্সট্রা মাইক্রো-এসডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ড ব্যবহার করুন। তবে মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টি মাথায় রাখা প্রয়োজন সেটা হল ওই মাইক্রো-এসডি কার্ডের ডাটা লোডিং স্পিড কেমন। আপনি যদি আপনার ফোনে একটি অপেক্ষাকৃত দুর্বল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করেন, তবে ফোন পূর্বের তুলনায় আরো স্লো হয়ে যাবে। তাই মাইক্রো-এসডি কার্ড কেনার সময় দেখেশুনে পরীক্ষা করে কিনবেন।

অ্যাপ এর ক্যাশ ডিলিট করে দিন

ক্রোম, ফেসবুক, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদি অ্যাপ ফোনে প্রচুর পরিমাণ ক্যাশ (Cache) তৈরী করে৷ এসব ডেটাগুলো উক্ত অ্যাপ এর সেটিংসে গিয়ে ক্লিয়ার করুন। তবে অ্যাপের ডাটা (Data) ক্লিয়ার করবেন না। সেক্ষেত্রে ওই অ্যাপে থাকা দরকারী তথ্য মুছে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এর ফলে আপনি লগ-আউটও হয়ে যেতে পারেন।

লাইভ ওয়ালপেপার ও উইজেটস ব্যবহার এড়িয়ে চলুন

অনেকেই ফোনকে সুন্দর দেখাতে হোমস্ক্রিনে বিভিন্ন ধরনের উইজেট (Widgets) ও লাইভ ওয়ালপেপার ব্যবহার করে থাকেন। তবে এসব উইজেট ও লাইভ ওয়ালপেপার ফোনের স্পিডে প্রভাব ফেলে ও ফোনকে স্লো করে দেয়। তাই আপনার এন্ড্রয়েড স্মার্টফোনটিতে ভালো স্পিড পেতে চাইলে লাইভ ওয়ালপেপার ও উইজেটস ব্যবহার এড়িয়ে চলুন।

উল্লেখ্য যে, বিভিন্ন ধরনের এন্ড্রয়েড লঞ্চার (Launcher) শুধুমাত্র ফোনের শোভা বাড়ায় আর নতুন ফাংশনালিটি যুক্ত করে। এসব অ্যাপ সাধারণত আপনার ফোনের স্পিড বাড়ায়না। তাই চেষ্টা করুন ফোনের সাথে ডিফল্টভাবে থাকা লঞ্চারটি ব্যবহার করতে।

ডাটা সেভার মোড ব্যবহার করুন

ফোনে আপনি যে ব্রাউজার ব্যবহার করেন, সেটির ডাটা সেভার মোড অন করে দিন। এক্ষেত্রে ওয়েবসাইটগুলো দ্রত লোড হবে এবং ভালো স্পিড পাবেন। তবে এতে আপনার ব্রাউজিং কোয়ালিটির অবনতি হতে পারে।

ওয়াইফাই কানেকশন অপটিমাইজ করুন

অনেকসময় দুর্বল ওয়াইফাই কানেকশনে কানেক্টেড থাকার দরুণ ফোন স্লো হয়ে যায়। তাই ওয়াইফাই ডিসকানেকট করে আপনার ফোনের স্পিড পরীক্ষা করে এটি নিশ্চিত করুন যে আপনি ওয়াইফাইজনিত কারণে ফোন স্লো হওয়ার মত সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা। এমন অবস্থায় আপনার ওয়াইফাই কানেকশন অপটিমাইজ করার ব্যবস্থা করুন।

অটো-সিনক বন্ধ করে দিন

Auto-Sync চালু রাখলে ফোনের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন এক্টিভিটি চালু থাকে, যার ফলে ফোন কিছুটা স্লো হয়ে যায়। আপনার ফোনেও যদি অটো সিনক চালু থাকে, তবে সেটি বন্ধ করে দিন। উল্লেখ্য যে, অটো সিনক বন্ধ করে দিলে আপনি সদ্য আসা মেইলগুলো সম্পর্কে  নোটিফিকেশন পাবেন না। এছাড়াও অটো ক্লাউড সিনক ও বন্ধ হয়ে যাবে।

টাস্ক কিলিং মাত্রা রেখে করুন

অনেকেই মনে করেন টাস্ক ম্যানেজার ক্লিয়ার রাখলে ফোনে অধিক স্পিড পাবেন। তাই তারা সবসময় একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে প্রবেশ করার সময় আগের অ্যাপটি টাস্ক ম্যানেজার থেকে কেটে দেন। তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। একটি অ্যাপ ক্লোজ করে দিলে পরেরবার অ্যাপটি চালু করতে ফোনকে প্রচুর মেমোরি খরচ করতে হয়, যার কারণে ফোন স্লো হয়ে যায়। তাই মাত্রার বাইরে সবসময় টাস্ক কিলিং করবেন না। পাশাপাশি একসাথে অনেকগুলো অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন। এতেও ফোন স্লো হয়ে যায়।

অপারেটিং সিস্টেম ও অ্যাপ আপডেট করুন

আপনার ফোনে যদি সিস্টেম আপডেট আসে, তবে সেটি ব্যবহার করে সিস্টেম আপডেট করুন। এসব আপডেটে ডেভলপারগণ ফোনের বিভিন্ন সমস্যা সমাধান করেন, যার ফলে ফোন ব্যবহারের অভিজ্ঞতায় উন্নয়ন আসে। তাই ফোনের ওএস এবং অ্যাপ আপডেট দেওয়ার মাধ্যমে ফোনকে আপ-টু-ডেট রাখার চেষ্টা করুন।

ব্যাটারি বদলে ফেলুন

অনেকসময় দূর্বল ব্যাটারির কারণেও ফোনের পারফরম্যান্সে ব্যাঘাত ঘটে। তাই এটি নিশ্চিত করার চেষ্টা করুন আপনার ফোন স্লো হওয়ার পেছনে ব্যাটারিজনিত কোনো সমস্যা দায়ী কিনা। সেক্ষেত্রে ফোনের ব্যাটারি বদলে ফেলার সিদ্ধান্ত নিতে পারেন।

ফোন “ফুল রিসেট” করুন

নিয়ম মেনে ফোন চালিয়ে কিংবা সেটিংস পরিবর্তন করেও যদি আপনার ফোনের স্পিড না বাড়ে, তবে ফোন ফুল রিসেট করে দেখতে পারেন। ফুল রিসেটকে হার্ড রিসেট ও বলা হয়। এক্ষেত্রে ফোনে থাকা সকল ডেটা চলে যাবে। তাই ফোন রিসেট এর আগে সকল ডাটা ব্যাকাপ নিয়ে রাখুন।

মোবাইল বদলে ফেলুন

উপরে উল্লিখিত সকল পদ্ধতি অনুসরণের পরও আপনার ফোনের স্পিডে কোনো উন্নতি না দেখেন, তবে বুঝে নিন আপনার ফোনটি সময় অনুসারে অচল হয়ে যেতে বসেছে। সেক্ষেত্রে আপনি নতুন ফোন কেনার সিদ্ধান্ত নিতে পারেন।

Article Categories:
Android apps/tips

Comments are closed.