Music Title : Janina Je Kokhon Song lyrics | জানিনা যে কখন | Kona | Mahtim Sakib | Valentine Special | Sajjad, Mimi
Music Information
Singer : Kona & Mahtim Shakib
Lyric, Tune & music : Riyadh Anik Programming : Rupak Tiary (India)
Guiter design : Jakiruddin khan (India) Flute : Kamrul Ahmed
Mix & master: Rupak Tiary (India)& Real Ashique
Vocal recordist: Tanvir Ahmed Niloy Record studio : MusicFactory
Directed by : Bikash Saha Cinematographer: Bikash saha
Edit : Shahi uddin
Colour : S.m. Tushar
Makeup : Alif Jahid
জানিনা যে কখন লিরিক্স
জানিনা যে কখন
হারিয়েছি তোমাতে
মন আমার সে কি আর
আছে বলো আমাতে। ২বার
দিনে রাতে অবেলায়
প্রেম ভিজেছে বর্ষায়
নিজেকে সপেছি
তাই তো তোমারি হাতে।
জানিনা যে কখন
হারিয়েছি তোমাতে
মন আমার সে কি আর
আছে বলো আমাতে।
ফিরে আসি বারে বার
তোমার আচলে বোনা
ইচ্ছে হতে বেশামাল মনটা
আশকরা পেলো তুমি ছুয়ে দিতে।
নিজেকে জড়িয়ে
তোমার আদরেকো
যত্ন করে
ভালোবেসে আমায়
আগলে রেখো তুমি বাহুডোরে।
দিনে রাতে অবেলায়
প্রেম ভিজেছে বর্ষায়
নিজেকে সপেছি
তাই তো তোমারি হাতে।
জানিনা যে কখন
হারিয়েছি তোমাতে
মন আমার সে কি আর
আছে বলো আমাতে।
জেগে জেগে আজ মন
দুচোখে স্বপ্ন বুনে
অচেনা খনে..
খুব অভিমানে
করিয়েছি বহু সুখ
তোমারি নামে।
সে যে এলো দিন আজ
নিলচে আলো রোদে
তোমায় ছুতে..
কত কথা রয়ে যায়
না বলা ভাষায় ইশারাতে
দিনে রাতে অবেলায়
প্রেম ভিজেছে বর্ষায়
নিজেকে সপেছি
তাই তো তোমারি হাতে।
জানিনা যে কখন
হারিয়েছি তোমাতে
মন আমার সে কি আর
আছে বলো আমাতে।