Music Title : Lalit song lyrics (Full Video) : Taan | Siam | Bubly | Jahid Nirob | Raihan Rafi | Chorki Original Film
Song Information :
Song : Lalit (ললিত)
Lyricist : Asif Altaf
Tune & Composition : Jahid Nirob
Singer : Jahid Nirob
Studio : Butter Communication
Mix & Master : Sumon Parvez
Music Assistant : Arafatul Hasan Shanto Violin : Yaar Hossain
যে পৃথিবী চাইছো তুমি
তরালো আজ অস্তগামী
জানি আমি অপরাধী
তোর সুখেতে বাদ শাদি
যে পৃথিবী চাইছো তুমি
তরালো আজ অস্তগামী
জানি আমি অপরাধী।
শত বেদনার ক্ষত আড়ালে রাখ যত অশ্রুরা বেঁধে বুকে ধারালো তীরের মত
পুড়ে যায় পতঙ্গরা আগুনের স্পর্শ
বারে বারে তবু ফিরে আসে সেই আবর্তে।
যে পৃথিবী চাচ্ছ তুমি
তার আলো আজ অস্তগামী রাখ যতো
শত বেদনার ক্ষত আড়ালে
পুড়ে যায় পতঙ্গরা আগুনের স্পর্শে,
বারে বারে তবু ফিরে আসে সেই আবর্তে।
তার আলো আজ অস্তগামী!
জানি আমি অপরাধী
তোর সুখেতে বাঁধ শাধি।
কখনো বা অন্তরে কখনো মিশে শরীরে!
দায় ভারে ভরা জীবন,
শোধ করে বলো কি করে!
ঢাকা কি যাবে সে ক্ষত,
মৃত্যুর চোখে চাদরে।
তার আলো আজ অস্তগামী!
জানি আমি অপরাধী
তোর সুখেতে বাঁধ শাধি।
যে পৃথিবী চাচ্ছো তুমি
তার আলো আজ অস্তগামী!..