টেক জায়ান্ট অ্যাপলের আইফোনের সবচেয়ে বড় সমস্যা মেমোরি। কেননা খুব অল্প পরিমাণ মেমোরি স্টোরেজ দিয়েই ব্যবহারকারীকে কাজ চালাতে হয়। কিন্তু সম্প্রতি এমন এক উপায় বলা হয়েছে যেখানে নাটকীয়ভাবে আইফোনের মেমোরি স্টোরেজ বাড়ানো যায়।
নিচে ছোট এই কৌশলটি দেয়া হল যা দিয়ে ৪ জিবি পর্যন্ত জায়গা বাড়িয়ে নিয়েছেন অনেকে।
• প্রথমেই আইফোনের Settings>General>About অপশনে যান।
• এবার স্ক্রল করে Available এ গিয়ে দেখুন আপনার কতটুকু মেমোরি ফাঁকা আছে।
• এবার আপনি ‘আইটিউন স্টোরে যান।
• এখান থেকে অনেক বড় সাইজের একটি মুভি নির্বাচন করুন আর অবশ্যই তা আপনার ডিভাইসে থাকা ফ্রি মেমোরির তুলনায় যেন বেশি হয়। উদাহরণ হিসাবে বলা যায়, দ্য লর্ড অফ রিং মুভিটি নির্বাচন করতে পারেন।
• এবার এখানে পেজের উপরে থাকা ‘Rent’ এ ক্লিক করুন। (চিন্তার কিছু নাই কেননা আপনার রুম না থাকলে কোন চার্জ কাটবে না এক্ষেত্রেএবার ডিসপ্লে তে
• একটি এরর বক্স আসবে যেখানে লেখা থাকবে আপনার যথেষ্ট মেমোরি খালি নেই।
• এবং স্টোরেজ সেটিংস ম্যানেজ করতে পারেন এটিও লেখা থাকবে। এবার এখান থেকে ‘OK’ ক্লিক করুন।
•এখন আবারও Settings>General>About থেকে Available এ গিয়ে দেখুন। এবার দেখবেন আপনার ফোনে আগের চেয়ে বেশি মেমোরি রয়েছে। মেমোরির এই জায়গার পরিমাণ নির্দিষ্ট নয়। তবে এভাবে ৫০০ মেগাবাইট থেকে ১ গিগাবাইট পর্যন্ত মেমোরি ফ্রি হয় বলে জানিয়েছে রেডিটের আইফোন ফোরাম।