Nagad account check- Nagad account check code number সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
নগদ একাউন্ট দেখার নিয়ম অনেকে জানেন কিন্তু যারা Nagad Account Check করার নিয়ম জানেন না তাদের জন্য আমার এই পোস্ট টি। এছাড়াও Nagad Account Open করার পদ্ধতি সম্পর্কেও থাকছে আজকের আলোচনা ।
আমরা মূলত দুটি পদ্ধতি ব্যবহার করে নগদ একাউন্ট চেক করতে পারি,
- প্রথমত হলো মোবাইল ব্যবহারকারী নগদ একাউন্ট দেখার কোড *১৬৭#
- দ্বিতীয় মোবাইল অ্যাপের মাধ্যমে।
Nagad Account Check Code কত?
Nagad Account Check Code *167#
Nagad Account Check করার নিয়মঃ
- প্রথমে ডায়াল করুন *১৬৭#
- যে মেনু আসবে মেনু থেকে 7. My Nagad সিলেক্ট করুন।
- 7. My Nagad সিলেক্ট করার পর 1. Balance inquiry অপশন পাবেন।
- এরপর 1. Balance inquiry সিলেক্ট করুন এরপর 4 Digit pin code দিয়ে Ok করুন এবং আপনার ব্যালেন্স দেখাবে।
Nagad account check process in English
Step 1: Nagad Mobile Menu Go to Press *167#
⇒Step 2: Select Options My Nagad
Step 3: Select Balance Enquiry
Step 4: Enter your Mobile Menu PIN

Nagad Account Check Mobile Apps | অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট চেক করার নিয়ম
নগদ একাউন্ট চেক করার বিকল্প পদ্ধতি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে এটি চেক করা যায়।
নগদ অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে এটি ব্যবহার করতে পারবেন, তবে আপনাদের সুবিধার্থে আমি নিচেই অ্যাপসের লিঙ্ক দিয়ে দিলাম
ডাউনলোড করে নিতে পারেন লিংকে ক্লিক করে।
অ্যাপস টি ডাউনলোড হয়ে গেলে সেটি ওপেন করুন এবং আপনার নগদ একাউন্ট এর মোবাইল নাম্বারটি দিন, সেই সাথে পিন নাম্বার দিয়ে লগিন করুন।
অ্যাপসে প্রবেশ করা পর “Nagad Balance Check করার জন্য ট্যাপ করুন” ( বাটনটি দেখতে পাবেন) এবার সহজেই Nagad Account Balance দেখতে পাবেন।
ইহা ছাড়াও Nagad Apps এ অনেকগুলি ফিচার আছে, যা ব্যবহার করে অনেক সুবিধা পাওয়া যায়।