ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য গুগল চালু করল এক অনন্য সুবিধা। এখন থেকে গুগল ডকসে কোনো কিছু লেখার জন্য আর টাইপ করা লাগবে না, আপনি মুখে বললেই সেটা গুগল ডকসে টাইপ হয়ে যাবে।
যদিও গুগল ডকসের এই ভয়েস টাইপিং সুবিধাটি ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রথম চালু করেছিল গুগল, কিন্তু তখন সেসময় ভয়েস দিয়ে টাইপ করার সুবিধা পাওয়া গেলেও, কপি পেস্ট কিংবা বুলেট-পয়েন্ট এর জন্য কিবোর্ডের সাহায্যে নেওয়ার দরকার হতো।
কিন্তু বর্তমানে কিবোর্ডের কোনো সাহায্যে ছাড়াই টাইপ, কপি-পেস্ট, এডিট সবকিছুই আপনি মুখে বলেই টাইপ করতে পারবেন গুগল ডকসে! এজন্য দরকার হবে শুধু একটি মাইক্রোফোনের।