Friday , September 30 2022
Home / Mobile / ওয়ানপ্লাস ফোনের নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে অজানা তথ্য (OnePlus OxygenOS)

ওয়ানপ্লাস ফোনের নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে অজানা তথ্য (OnePlus OxygenOS)

অক্সিজেন নামে নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস ওয়ান স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমের কাস্টোমাইজড সংস্করণ এটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এই তথ্য জানিয়েছে।

অক্সিজেন ওএসের নতুন ফিচার সম্পর্কে ওয়ানপ্লাস কর্তৃপক্ষ জানিয়েছে, এতে যুক্ত হয়েছে অফ স্ক্রিনে জেশ্চার কন্ট্রোল সুবিধা, দ্রুত সেটিংস সমন্বয় ও ফাইল ম্যানেজার সুবিধা। এক ব্লগ পোস্টে ওয়ানপ্লাস তাদের এই কার্যক্রমকে ‘শিকড়ে ফিরে যাওয়া’ হিসেবে উল্লেখ করেছে এবং এতে পারফরম্যান্স ও উন্নতি ব্যাটারি আয়ু পাওয়া যাবে দাবি করেছে।

ওয়ানপ্লাস কর্তৃপক্ষ ব্লগ পোস্টে জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের উপযোগী প্রয়োজনীয় হালনাগাদ দ্রুত উন্মুক্ত করা এবং উন্নত সেবা দেওয়া।

চীনের এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি সাশ্রয়ী দামে ‘ফ্ল্যাগশিপ কিলার’ ফোন নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছে। ওয়ানপ্লাসের তৈরি ফোনের একটি প্রধান আকর্ষণ ছিল এর অপারেটিং সিস্টেম বা ওএস। সাইনোজেন নামের এই ওএস হচ্ছে অ্যান্ড্রয়েডের বিশেষ কাস্টোমাইজড সংস্করণ। গত বছরে ওয়ানপ্লাসের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠান সাইনোজেন নির্ভর ফোন তৈরি শুরু করলে ওয়ানপ্লাস ও সাইনোজেনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে দাঁড়ায়। ভারতে স্মার্টফোন বিক্রি বন্ধ হয়ে যায় ওয়ানপ্লাসের। এরপরই অ্যান্ড্রয়েডভিত্তিক নিজস্ব ওএস তৈরি শুরু করে ওয়ানপ্লাস। নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেমটির নাম ‘অক্সিজেন ওএস’।

Check Also

কমদামি ফোন আনছে রিয়েলমি, থাকবে ফাস্ট চার্জিং সুবিধা

চলতি সপ্তাহে উন্মোচিত হতে যাচ্ছে চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমির নতুন ফোন। ফোনটির মডেলে …