- Samsung আজ আন্তর্জাতিক মার্কেটে তাদের প্রোডাক্টের পরিধি বাড়িয়ে Samsung Galaxy A22s নামের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এটি একটি মিড বাজেট 5G Phone স্মার্টফোন, যা সবার আগে রাশিয়ার মার্কেটে পেশ করা হয়েছে। 4GB RAM, MediaTek Dimensity 700 SoC, 5,000mAh battery ও 48MP Rear camera যুক্ত এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আমরা ফোনটির সমস্ত ডিটেইলস সম্পর্কে আলোচনা করব।
Samsung Galaxy A22s 5G
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A22s 5G ফোনটি 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচযুক্ত টিএফটি এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 90 হার্টস। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস, তবে নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট আছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লের নাম রাখা হয়েছে ‘ইনফিনিটি ভি’ ডিসপ্লে।
Samsung Galaxy A22s 5G ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত ওয়ান ইউআইয়ের সঙ্গে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত এবং 7 ন্যানোমিটার ফেব্রিকেশন টেকনোলজিতে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট যোগ করা হয়েছে। রাশিয়ার মার্কেটে ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে 64 জিবি ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A22s 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A22s 5G তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy A22s 5G ফোনটি একটি 4জি এলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন জ্যাক ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন আছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।