Sunday , June 26 2022
Home / Mobile / বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার সিম নিবন্ধন হেয়েছে কিনা যাচাই করুন সহজেই

বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার সিম নিবন্ধন হেয়েছে কিনা যাচাই করুন সহজেই

অনেকেই এটি মধ্যে নিজেদের সিম কার্ড বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেছেন, কিন্তু আপনি কি জানেন আপনি সঠিক ভাবে সিম নিবন্ধন হয়েছে কিনা ? এই কাজটি করতে নিচের নিয়মে এসএমএস করলেই জেনে নিতে পারবেন বায়োমেট্রিক পদ্ধতিতে সঠিক ভাবে সিম নিবন্ধন হয়েছে কিনা। গ্রামীণফোন , বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এর গ্রাহকরা সহজেই যাচাই করে নিতে পারবেন।

১) গ্রামীণফোন গ্রাহকরা Message অপশনে গিয়ে reg লিখে 4949 এ send করুন।

২) বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।

৩) রবির গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।

৪) এয়ারটেল গ্রাহকরা *121*444#  ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।

৫) টেলিটক গ্রাহকরা Message অপশনে গিয়ে Q লিখে 1600 এ send করুন।

দেখতে কোন টাকা কাটা হবে না…সব গুলোতেই ফিরতি ক্ষুদে বার্তায় আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি কোন NID নাম্বারে নিবন্ধিত কাস্টমার

Check Also

স্মার্টফোনের ব্যবহার, স্মার্টফোন সম্পর্কে লেখ, স্মার্টফোন কে আবিষ্কার করেন, স্মার্টফোন কি, স্মার্টফোন ব্যবহারের সুবিধা অসুবিধা, স্মার্টফোন আসক্তি পড়াশোনার ক্ষতি,

পুরোনো স্মার্টফোন যেসব কাজে লাগাতে পারেন

বাজারে নতুন কোনো ফোন এলেই সেটি কেনার জন্য মন উসখুস করতে থাকে অনেকের। যারা সারাক্ষণ …