অনেক সময় আমরা ভুল করে ডোমেইন রেজিস্ট্রেশন করে ফেলি দেখা যায় বানান ভুল হয়ে যায়। এ ক্ষেত্রে অনেকেই হতাশ হয়ে ভাবে কি করবে ভুল বানানের ডোমেইন নিয়ে। আমরা হয়ত অনেকেই জানি না আমরা চাইলে আমাদের রেজিস্ট্রাশন করা ভুল বানানের ডোমেইনটি ফেরত দিতে পারি।
রেজিস্টার ভেদে ডোমেইন ফেরত দেওয়ার সময়সীমা ভিন্ন।
গোড্যাডী ৪৮ ঘন্টার সময় দেয় ডোমেইন দেরত দিয়ে টাকা রিফান্ড করে আবার কেনার। নেমচিপ সাধারণত ৭২ ঘন্টার সময়সীমা বেধে দেয় যদি আপনি কোন সদ্য রেজিস্ট্রেশন করা ডোমেইন ফেরত দিতে চান।এপিক ৫ দিন পর্যন্ত সময় দেয় আপনার নতুন রেজিস্ট্রেশন করা ডোমেইন ফেরত দিয়ে আবার অন্য একটা কিনতে।আরও অনেক রেজিস্টার ডোমেইন রিফান্ড করে।
নোটঃ
* ডোমেইন ফেরত দেয়ার ক্ষেত্রে শুধুমাত্র ICANN চার্জ কেটে রাখা হয় সর্বোচ্চ 0.50$
* শুধুমাত্র gTLDs ক্ষেত্রে প্রযোজ্য।
Article Tags:
mistake after registering a domainArticle Categories:
Domain hosting